Home জাতীয় মসজিদে বিস্ফোরণ: তিতাসের বরখাস্ত ৮ কর্মকর্তা গ্রেপ্তার

মসজিদে বিস্ফোরণ: তিতাসের বরখাস্ত ৮ কর্মকর্তা গ্রেপ্তার

by Newsroom
অবৈধ গ্যাস

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় তিতাসের বরখাস্ত ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

১৯ সেপ্টেম্বর শনিবার  দুপুর ১২ টার দিকে তাদের গ্রেপ্তাতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

এর আগে নারায়ণগঞ্জে তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণজনিত দুর্ঘটনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে সংগঠিত হওয়ার অভিযোগে ৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্রেফতারকৃতরা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, হেলপার হানিফ মিয়া ও কর্মচারী ইসমাইল প্রধান।

৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like