Home লাইফস্টাইল বিয়েতে নবদম্পতিকে কি উপহার দেবেন?

বিয়েতে নবদম্পতিকে কি উপহার দেবেন?

by Amir Shohel

বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতকালে তুলনামূলকভাবে বিয়ের উৎসব বেশি হয়। অনেকেই বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কিংবা পরিচিতদের বিয়েতে নিমন্ত্রণ পেলে কী উপহার দেওয়া হবে, তা ভেবে চিন্তিত হয়ে পড়েন। এসব ক্ষেত্রে উপহার দেওয়ার সময় প্রয়োজন আর শখ দুটিই মাথায় রাখা প্রয়োজন। যেমন-

১. বিয়েতে উপহার হিসেবে পার্স, বড় ব্যাগ বা বিশেষ কোনো মেকআপ কিট উপহার দিতে পারেন। বরকে দেওয়া যেতে পারে পাঞ্জাবি। তবে পোশাকের ক্ষেত্রে বর বা কনে কী ধরনের পোশাক বা কোন ধরনের রং পছন্দ করেন, তা মাথায় রাখা জরুরি।

২. নতুন সংসারের জন্য দরকারি অনেক কিছুই দেওয়া যেতে পারে। ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার, টোস্টার, রাইস কুকার, ননস্টিক সেট, হটপট, ওয়াটার ফিল্টার, ভ্যাকুয়াম ক্লিনার, ইস্ত্রি কিংবা বিছানার চাদর, কুশন কভার, কম্বল ইত্যাদি দিতে পারেন।

৩. বর-কনের জন্য কফির মগ দিতে পারেন। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছবি দৃশ্যমান হবে, এমন মগও অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। আজকাল অনলাইনেও এসব মগের অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে। চায়ের কাপের সেট, ছুরি-কাঁটাচামচের সেট বা ডিনার সেটও দেওয়া যেতে পারে।

৪. কয়েকজন বন্ধু মিলে বড় কিছুও উপহার দিতে পারেন। যেমন- এলইডি টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন ইত্যাদি। এছাড়া ছোটখাটো কোনো আসবাবও হতে পারে অন্য রকম একটা উপহার। কোনো বন্ধুর ছবি তোলার শখ থাকলে তার বিয়েতে ডিএসএলআর ক্যামেরা উপহার দিতে পারেন। বিশেষ কোনো বই, এমনকি বুকশেলফও দেওয়া যেতে পারে।

৫. নবদম্পতির মধুচন্দ্রিমার টিকিট উপহার দিতে পারেন। বর-কনের সঙ্গে কথা বলে তাদের সুবিধা মতো সময়ে মধুচন্দ্রিমার যাবতীয় ব্যবস্থা করে দিতে পারেন।

You may also like