Home সারাদেশ বিয়ের আশ্বাসে ধর্ষণ, ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতার যুবক

বিয়ের আশ্বাসে ধর্ষণ, ৯৯৯-এ কল দিয়ে গ্রেফতার যুবক

by Mesbah Mukul

ফেনীর সোনাগাজী উপজেলায় একুশ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবু সায়েদ তারেক (২৪) নামের এক যুবককে ৯৯৯-এ কল করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। পরে তরুণীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সায়েদকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষক তারেকের বাড়ি উপজেলার চর দরবেশ ইউনিয়নে।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তরুণীর সঙ্গে চার বছর আগে মুঠোফোনে আবু সায়েদের পরিচয় হয়। এরপর উভয়ের মধ্যে মুঠোফোনে কথা চলে। একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি ওই তরুণীর স্বামী জানতে পারলে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর আবু সায়েদ তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিয়ে করার কথা বলে ৬ নভেম্বর তরুণীর বাড়িতে গিয়ে আবু সায়েদ তাকে ধর্ষণ করেন এবং বিয়ের বিষয়ে কালক্ষেপণ করতে থাকেন। এমতবস্থায় গত শনিবার রাতে আবু সায়েদ তরুণীর বাড়িতে গেলে লোকজন তাকে আটক করে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করেন। পরে পুলিশ এসে রাতেই তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় রোববার তরুণী বাদী হয়ে আবু সায়েদকে আসামি করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। সেই মামলায় সায়েদকে গ্রেফতার দেখানো হয়।

তরুণী বলেন, আবু সায়েদের কারণে আমার সংসার নষ্ট হয়ে গেছে। বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার আমাকে ধর্ষণ করেছে। তিনি আবু সায়েদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বেলায়েত হোসেন বলেন, রোববার দুপুরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওই নারীর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার বলেন, জিজ্ঞাসাবাদে আবু সায়েদ ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মা-বাবা-বোনকে হত্যা করে ৯৯৯-এ ফোন করেন মেহজাবিন

ভয়েসটিভি/এমএম

You may also like