Home পশ্চিমবঙ্গ মাংস কম হওয়ায় বরপক্ষের হট্টোগোল, বিয়ের আসরেই তালাক দিলেন কনে

মাংস কম হওয়ায় বরপক্ষের হট্টোগোল, বিয়ের আসরেই তালাক দিলেন কনে

by Shohag Ferdaus

বিয়ে বাড়ির খাবারে মাংস কম হওয়ায় ক্ষিপ্ত বরপক্ষ। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গড়ায় হাতাহাতিতে। শেষে প্যান্ডেল ভাঙচুরও ক্ষান্ত দেয় বরপক্ষ। এরপর সবকিছু মিটমাটের দিকে এগোলেও বেঁকে বসেন কনে। বিয়ে হতে না হতেই বরপক্ষের চরম অভদ্রতায় বিয়ের আসরেই তৈরি হয় ‘তালাকপত্র’। বিয়ের পর নতুন সংসার পাতার আগেই বিয়ে ভাঙলেন পাত্রী।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসির বাহিরঘন্না গ্রামের ঘটনা এটি। যা শুনতে সিনেমার গল্প বলে মনে হলেও, বাস্তবে এমনই সিদ্ধান্ত নিলেন নববধূ। তার কথায়, যারা সামান্য মাংসের জন্য বিয়েবাড়িতে এমন হুলুস্থুল কাণ্ড ঘটাতে পারে, আর যা-ই হোক তাদের বাড়ির বউ হতে পারব না।

জানা গেছে, ঘটনার দিন গলসির বামুনাড়া গ্রামের বাসিন্দা বর প্রায় ৭০ জন বরযাত্রী নিয়ে দুপুরে মেয়ের বাড়ির এলাকায় দুপুরে মসজিদে বিয়ে করতে আসেন। কনের বাবা পেশায় দিনমজুর হলেও, মেয়ের বিয়ের জন্য যথাসাধ্য আয়োজন করেছিলেন। সব কিছুই ঠিকঠাক হচ্ছিল। তবে বরপক্ষ খেতে বসতে না বসতেই উত্তপ্ত হয়ে ওঠে বিয়ের আসর।

এদিকে কনের এমন সিদ্ধান্তে প্রথমে কিছুটা চিন্তায় পড়লেও, পরে তাতেই সম্মত হন পাত্রীর বাবাও। তার কথায়, ‘প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও পরে মেয়ের সিদ্ধান্তকেই সম্মান জানাই। ওই বাড়িতে গেলে ও কিছুতেই ভালো থাকতে পারত না।’ শুধু পাত্রীর বাবাই নয়, আশপাশের অনেকেই তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

আরও পড়ুন: বিশ্বের যতো বৈচিত্র্যময় খাবার

ভয়েস টিভি/এসএফ

You may also like