Home বিশ্ব বিয়ের আসরে জোর করে কনের সিঁথিতে সিঁদুর সাবেক প্রেমিকের

বিয়ের আসরে জোর করে কনের সিঁথিতে সিঁদুর সাবেক প্রেমিকের

by Shohag Ferdaus

জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের আসরে মঞ্চে বর-কনে। চলছে বিয়ের আচার-অনুষ্ঠান। কিন্তু মালাবদলের পালা আসতেই ঘটে গেলে অবাক ঘটনা। যখনই বর মালাবদল করতে যাবেন তখন হঠাৎ মঞ্চে উঠে এলেন কাপড়ে সম্পূর্ণ মুখ ঢাকা এক তরুণ। এরপর সবার সামনে তিনি কনের সিঁথিতে সিঁদুর দিলেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।

ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের এক বিয়ের অনুষ্ঠানে ঘটেছে এমন ঘটনা। এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওই তরুণ কনের প্রাক্তন প্রেমিক। তাকে বিয়ে না করায় বিয়ের আসরে এই কাণ্ড ঘটান।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে প্রথমে কনের মাথায় হাত দেন ওই তরুণ। ঘটনার আকস্মিকতায় কেউ বিষয়টা প্রথমে বুঝে উঠতে পারেননি। তারপর দেখা যায়, আরও কিছুটা সিঁদুর বের করছেন পকেট থেকে। এরপরেই কনে বাধা দেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাড়ির লোকেরাও। ঠেলে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর মারমুখী হয়ে ওঠে কনের বাড়ির সদস্যরা।

ভয়েস টিভি/এসএফ

You may also like