Home সারাদেশ বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষণ, যুবক আটক

বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষণ, যুবক আটক

by Amir Shohel
গৃহবধূ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় (২৫) বছর বয়সী স্বামী পরিত্যক্ত এক নারীকে ধর্ষণের অভিযোগে ইউছুফ ডুবাই (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

৯ অক্টোবর শুক্রবার দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী নারী হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে স্থানীয় হরনী এলাকা থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ।

১০ অক্টোবর শনিবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। আটক ইউছুফ ডুবাই উপজেলার হরনী ইউনিয়নের আনিস মিয়ার ছেলে।

ভুক্তভোগী নারী জানান, গত কয়েক মাস আগে প্রতিদিনের ন্যায় আমি বাড়িতে ঘুমিয়ে ছিলাম। ঘুমন্ত অবস্থায় একই গ্রামের ইউছুফ ডুবাই অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়ার আশ্বাস দেয়। এ প্রতিশ্রুতিতে সে চার মাস স্বামী স্ত্রীর মত শারীরিক সম্পর্ক করে। একপর্যায়ে আমি অন্তঃস্বত্তা হয়ে পড়ি।

আমার অন্তঃস্বত্তার বিষয়টি তাকে জানালে সে কৌশলে নোয়াখালীর জেলা শহরের একটি হাসপাতালে নিয়ে আমাকে অপারেশন করিয়ে গর্ভের সন্তানটি নষ্ট করে। এরপর ঘটনাটি জানাজানি হলে এলাকায় সামাজিকভাবে শালিশী বৈঠক হয়। বৈঠকে বিয়ের সিদ্ধান্ত হয়। তখন অভিযুক্ত ইউছুফ ডুবাই ভুল স্বীকার করে বিয়ের প্রতিশ্রুতি দেয়। সামাজিকভাবে সিদ্ধান্ত মানার পর সে ক্ষমতার দাপটে আমাকে আর বিয়ে করছে না।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা নেওয়া হয়েছে। মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

ভয়েসটিভি/এএস

You may also like