Home পশ্চিমবঙ্গ বিয়ে বাড়িতে কুয়ায় পড়ে নিহত ১৩

বিয়ে বাড়িতে কুয়ায় পড়ে নিহত ১৩

by Mesbah Mukul

ভারতের একটি বিয়ের অনুষ্ঠানে স্ল্যাব ভেঙে কুয়ায় পড়ে নারী ও শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাতে উত্তর প্রদেশের কুশিনগর জেলায় এ দুর্ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, বিয়েবাড়িতে কয়েকজন মিলে একটি পুরোনো কুয়ার স্ল্যাবের ওপর বসেছিলেন। হঠাৎ স্ল্যাব ভেঙে কুয়ার ভেতরে পড়ে যান তারা। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ১৩ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর হাসপাতালে বিয়েবাড়ির সাজগোজে থাকা হতাহতদের স্বজনদের মাতম করতে দেখা গেছে। জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা খবর পেয়েছি, দুর্ঘটনাক্রমে একটি কুয়ায় পড়ে ১১ জন মারা গেছেন, আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সময় কিছু লোক ওই কুয়ার স্ল্যাবের ওপর বসে ছিলেন। ভারের কারণে স্ল্যাবটি ভেঙে পড়ে।’

পরে গোরখপুর জোনের এডিজি অখিল কুমার বার্তা সংস্থা এএনআই’কে জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুশিনগরের নেবুয়া নৌরাঙ্গিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের জন্য পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

ভয়েসটিভি/এমএম

You may also like