Home সারাদেশ কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

by Newsroom

নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ কৃষকের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলার কলমাকান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব বীজ বিতরণ করা হয়।

এ সময় কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু. উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like