Home জাতীয় বুধবার করোনা ভ্যাকসিনের উদ্বোধন, প্রস্তুত কুর্মিটোলা

বুধবার করোনা ভ্যাকসিনের উদ্বোধন, প্রস্তুত কুর্মিটোলা

by Newsroom
টিকার অনুমোদন

আগামী ২৭ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৩টায় করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করবেন তিনি। প্রথম দিনে নার্সসহ ২০ থেকে ২৫ জনকে পরীক্ষামূলক টিকা দেয়া হবে।

এদিকে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনের জন্যে কুর্মিটোলা হাসপাতাল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহম্মেদ।

একই সঙ্গে বুধবার থেকে অ্যাপের মাধ্যমে করোনার টিকা নেয়ার জন্যে অনলাইন নিবন্ধন শুরু হবে। ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে তিনি টিকা দেয়ার জন্যে অনলাইন নিবন্ধন প্রক্রিয়ারও উদ্বোধন করবেন।

তিনি বলেন, অ্যাপের বাইরে কাউকে টিকা দেয়া হবে না। স্মার্টফোন না থাকলে কাছাকাছি সরকারি ডিজিটাল সেন্টারে গিয়ে নিবন্ধন করতে হবে। ডায়াবেটিসের উচ্চমাত্রা এবং করোনায় আক্রান্ত থাকলে তারা টিকা নিতে পারবেন না। অনলাইনে নিবন্ধনের পর টিকা নেয়ার তারিখ বা স্থান পরিবর্তন করা যাবে না।

একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মঙ্গলবার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ৪০ জন চিকিৎসক ও নার্সকে প্রশিক্ষণ দিয়েছে।

দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, ঢাকা মহানগরীর অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আরও টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে।

কর্মকর্তারা আরও জানান, দেশব্যাপী টিকাদান কার্যক্রম আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : দেশে নতুন বিমান বন্দর নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভয়েস টিভি/এমএইচ

You may also like