Home বিনোদন বিব্রত বুবলি!

বিব্রত বুবলি!

by Shohag Ferdaus
বুবলী

শবনম বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় বড় পর্দায়। প্রথম অভিনীত চলচ্চিত্র দিয়েই বেশ আলোচনায় আসেন তিনি। আর ঠাঁই করে নেন কোটি ভক্তের হৃদয়ে।

তার প্রথম চলচ্চিত্রটি পরিচালনা করেন শামীম আহমেদ রনি। তবে ইউটিউবের নাম শুনলেই বেশ বিব্রত হতে দেখা যায় এই চিত্রনায়িকাকে।

এ প্রসঙ্গে শবনম বুবলি বলেন, ‘দীর্ঘদিন দেশে করোনা পরিস্থিতিতে চলচ্চিত্র থেকে বেশ দূরে থাকতে আছি। যেখানে নতুন করে চলচ্চিত্রে ফিরেই দেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া প্রযোজিত ‘চোখ’ চলচ্চিত্রে শুটিং করেছি। এরপর কতিপয় ইউটিউব চ্যানেল আমাকে আর শাকিব খানকে নিয়ে নানা ধরনের বাজে ভিডিও থাম্বনেইল করে আমাকে ও আমার পরিবারকে বিব্রত করছেন! যা আইনত দণ্ডনীয় অপরাধ।

বুবলি আরও বলেন, দেশের মানুষ খুব অল্পতেই সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। এ সুযোগগুলো অযথা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ার বারটা বাজিয়ে ছাড়ছেন! খুব শিগগিরই ওই সব ইউটিউব চ্যানেলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান এই চলচ্চিত্র নায়িকা।

এর আগে ২৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি করেন শবনম বুবলি।

এর আগে ২৬ ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাসে শবনম বুবলি লেখেন, সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়; তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি, আমরা যা দেখি বা যা শুনি, তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারত। হয়তো আল্লাহর রহমত, মা-বাবা ভাইবোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।

ভয়েস টিভি/এএন/ এসএফ

You may also like