Home বিনোদন বুবুজান চলচ্চিত্রের পোস্টার রিলিজ

বুবুজান চলচ্চিত্রের পোস্টার রিলিজ

by Newsroom
বুবুজান

এ গল্প এক ভাইয়ের, এ গল্প এক বোনের, এ গল্প বোনের জন্য জীবন দিয়ে দিতে পারা এক ভাইয়ের, এ গল্প প্রতিবাদের, এ গল্প প্রতিশোধের, এ গল্প আমার, আপনার, আমাদের…। নারীর প্রতি সহিংসতা রোধের অঙ্গীকার নিয়ে শাপলা মিডিয়া’র নতুন চলচ্চিত্র ‘বুবুজান’। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চলচ্চিত্রটির পোস্টার রিলিজ হয়েছে।

২০০১ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া কর্ণধার মো. সেলিম খান, পরিচালনা করেছেন শামিম আহমেদ রনি। এতে বুবুজান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

তিনি বলেন, অনেক দিন পর একটি ভালো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। গল্পের প্লটটা খুবই সুন্দর। ছবির কেন্দ্রীয় চরিত্রটা আমিই করছি। বুবু চরিত্রে অভিনয় করবো। শামীম আহমেদ রনি খুবই ট্যালেন্ট নির্মাতা এ সময়ের। আশা করি সবমিলিয়ে ভালো কিছুই হবে।

২০০১ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণের শিকার হয় নবম শ্রেণির ছাত্রী পূর্ণিমা রানী শীল। ২০১১ সালে পূর্ণিমা ধর্ষণ মামলার রায়ে ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়। দেশজুড়ে আলোড়ন তোলা এই ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘বুবুজান’। এ চলচ্চিত্রে পূর্ণিমা রানী শীলের চরিত্রে রূপদাস নামে অভিনয় করবেন প্রার্থনা ফারদিন দিঘী।

চলচ্চিত্রটির পরিচালক শামীম আহমেদ রনি জানান, ‘বুবুজান’ ছবিটা আমার জন্য চ্যালেঞ্জ। সারা দেশের মানুষ ঘটনাটা জানে। তাই পর্দায় সেটা বাস্তবসম্মত করে তোলা আমার প্রধান দায়িত্ব।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like