Home সারাদেশ বুড়িমারীতে পুড়িয়ে হত্যা: আরও একজনের দায় স্বীকার

বুড়িমারীতে পুড়িয়ে হত্যা: আরও একজনের দায় স্বীকার

by Shohag Ferdaus
দায় স্বীকার

লালমনিরহাটের বুড়িমারীতে গণপিটুনি দিয়ে আবু ইউনুস মো. সাহিদুন্নবী জুয়েলকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় দায় স্বীকার করে ফরিদুল ইসলাম (৩৭) নামে আরও একজন আদালতে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত দায় স্বীকার করলেন ৬ জন।

২ ডিসেম্বর বুধবার দুপুরে আমলী আদালত ৩ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগমের আদালতে জবানবন্দি দেন ফরিদুল ইসলাম।

এর আগে ২৯ নভেম্বর বিকেলে একই আদালতের বিচারক বেগম ফেরদৌসী ফরিদুলের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

দায় স্বীকার করা ফরিদুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা নাটারবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী বলেন, বহুল আলোচিত জুয়েল হত্যায় দায়ের করা হত্যা, পুলিশের ওপর হামলা ও ইউপি ভবনে হামলার মামলায় আসামি ফরিদুলকে আটক করা হয়। তদন্তে এ ঘটনায় তার সম্পৃক্ততা পওয়ায় হত্যা ও পুলিশের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে হত্যা মামলায় ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন রিমান্ড আবেদন করা হয়। ২৯ নভেম্বর বিজ্ঞ আদালত শুনানি শেষে ফরিদুলের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে বহুল আলোচিত এ মামলায় বিভিন্ন মেয়াদে আদালত ১৬ জনের রিমান্ড মঞ্জুর করেন।

তিন দিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশকে অনেক তথ্য দিয়েছেন ফরিদুল ইসলাম। এরপর ২ ডিসেম্বর তাকে আদালতে হাজির করা হলে ফরিদুল দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন। এরপর আদালত তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like