Home সারাদেশ বুড়িমারীতে পুড়িয়ে হত্যা : আরও একজন রিমান্ডে

বুড়িমারীতে পুড়িয়ে হত্যা : আরও একজন রিমান্ডে

by Newsroom

লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যা ও মরদেহ পোড়ানো মামলায় গ্রেফতার হেলাল উদ্দিনের (৩২) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৬ নভেম্বর সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামি হেলাল পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি জুয়েল হত্যা ও পুলিশের উপর হামলা- এ দুই মামলার এজাহারভুক্ত আসামি।

এর আগে রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ নিয়ে আলেচিত তিন মামলায় পুলিশ ৩৪জনকে গ্রেফতার করে। এর মধ্যে ১২জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। ইতোমধ্যে মুলহোতা বুড়িমারী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটর এবং মসজিদের খাদেম জোবেদ আলীসহ চারজন স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন বলে নিশ্চিত করেন ডিবির অফিসার ইনচার্জ ওমর ফারুক।

এর আগে ২৯ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলা চালিয়ে জুয়েলকে পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ মহাসড়কে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দেয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like