Home সারাদেশ ফেনী বুয়া হেলথকেয়ারকে সিলগালা ও জরিমানা

ফেনী বুয়া হেলথকেয়ারকে সিলগালা ও জরিমানা

by Mesbah Mukul

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশের হাট ‘হেলথকেয়ার সেন্টারে’ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অনুমোদন না থাকায় হেলথকেয়ার সেন্টারটি সিলগালা ও জরিমানা আদায় করা হয়েছে। হেলথকেয়ারটিতে অভিযান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।

কিছুদিন আগে হেলথকেয়ার সেন্টার থেকে মাইকিং করে জানানো হয় ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হাঁপানিসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিতে এক আয়ুর্বেদ চিকিৎসক আসবেন। সে অনুযায়ী চিকিৎসাও চলে।

এমন সময় ভ্রাম্যমান আদালত হেলথকেয়ারে অভিযানকা প্রেরণ করে রোগীদের প্রেসক্রিপসন যাচাই করেন। প্রেসক্রিপশনে দেখা যায় ডা. জাকির হোসেন নামে এক ব্যক্তি আয়ুর্বেদ ঔষধের বদলে প্রেসক্রিপশনে এলোপ্যাথি ঔষধ সেবনের নির্দেশনা দিচ্ছেন।

নিবন্ধন ব্যতীত এলোপ্যাথি ঔষধ সেবনের পরামর্শ দেওয়াসহ নিজেকে ডাক্তার পরিচয় দেওয়ার অপরাধে জাকির হোসেনকে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২ (১) ধারা লংঘনের অপরাধে ২২ (২) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অনুমোদনহীন হেলথকেয়ার সেন্টার পরিচালনা করায় দরবেশের হাট হেলথকেয়ার সেন্টারের উপস্থিত এসিস্ট্যান্ট মোবাশ্বের হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা লংঘনের অপরাধে একই ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া হেলথকেয়ার সেন্টারটি সীলগালা করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত জানায়, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জুলফিকার হাসান এ সময় প্রসিকিউসন দাখিল করেন। তার দাখিলকৃত প্রসিকিউসন অনুযায়ী, দরবেশের হাট হেলথকেয়ার সেন্টারের কোন লাইসেন্স কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পাওয়া যায়নি।

আরও পড়ুন : ফেনীর দাগনভূঞা থানার ওসি প্রত্যাহার

ভয়েস টিভি/এমএম

You may also like