3
নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ডোমার-চিলাহাটি সড়কের শান্তা মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল চারটার দিকে বাইসাইকেল যোগে বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আমির। পথে বিপরীত দিকে আসা একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় ট্রাকটি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
ভয়েস টিভি/এসএফ