Home ভিডিও সংবাদ বৃষ্টি জোয়ার ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনজীবন

বৃষ্টি জোয়ার ও জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনজীবন

by Amir Shohel

বরগুনা : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে বিপর্যস্ত হয়ে পড়েছে বরগুনা উপকূলীয় মানুষের জীবনযাত্রা। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে ফসলী জমি ও মৎস্য ঘের।

সরেজমিনে দেখা যায়, অস্বাভাবিক জোয়ার ও টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলার মাঝের চরের বাসিন্দারা। চরে বসবাস করা ৫ শতাধিক পরিবার রয়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে। বিষখালীর করাল গ্রাসে যেকোন মুহূর্তে সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়ার আশংকায় রয়েছে এখানকার বসবাসকারীরা। এরই মধ্যে অধিকাংশ এলাকাতে পানি ঢুকে চলাচল বন্ধ হয়ে গেছে। পানি ঢুকে নষ্ট হয়ে গেছে ফসলি জমি। যোগাযোগ বিচ্ছিন্ন চরের মধ্যেই এখন তাদের বসবাস। মাঝের চরে বন্যা কবলিতদের সহায়তায় দ্রুতই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এদিকে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করায় ফসলি জমি ও মাছের ঘের নষ্ট হওয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে উপকূলবাসী।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বানভাসী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ শুরু করা হয়েছে। শিগগিরই মাঝের চরে বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয়া হবে।

ভয়েসটিভি/এএস

You may also like