Home জাতীয় চট্টগ্রাম-বরিশালে বৃষ্টি হতে পারে

চট্টগ্রাম-বরিশালে বৃষ্টি হতে পারে

by Shohag Ferdaus
বৃষ্টি

weaতাপমাত্রা কমা-বাড়ার মাঝে দেশের কোথাও কোথাও কালো মেঘের ঘনঘটাও দেখা যাচ্ছে। অনেক যায়গায় বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর।

৩ মার্চ বুধবার রাতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়বে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার।

শুক্রবার নাগাদ তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার আভাস রয়েছে। এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায়, ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ভয়েস টিভি/এসএফ

You may also like