Home শিক্ষাঙ্গন ইবি ছাত্রীর মৃত্যু: বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ

ইবি ছাত্রীর মৃত্যু: বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ

by Shohag Ferdaus
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী উলফাত আরা তিন্নীর রহস্যজনক মৃত্যুকে হত্যা দাবি করে এর প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে মানবন্ধন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিন্নির নিজ বিভাগ অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসােসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন্নির রহস্যজনক মৃত্যু প্রশ্নবিদ্ধ। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ হত্যার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ বিচার চাই। যদি তা না হয় তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না বাংলার মানুষ। এজন্য দেশের ছাত্রসমাজকে সােচ্চার হতে হবে। ছাত্রসমাজ ছাড়া এসব ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেও খুব বেশি কাজ হয় না।

বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক শওকত জাহাঙ্গীর। এছাড়াও কামাল উদ্দিন, তাওহীদ হাসান জোবেরী, আশরাফুল ইসলাম, রিজভী রাসেল, মােস্তাফিজুর রহমান তামিমসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছাত্রীর রহস্যজনক মৃত্যু: বিক্ষোভে উত্তাল ইবি

১ অক্টোবর মধ্যরাতে তিন্নির শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। এর আগে তিন্নির বড় বোন মুন্নির সাবেক স্বামী জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফা হামলা-ভাঙচুর ও তিন্নির ওপর পাশবিক নির্যাতন চালায়।

আরও পড়ুন: ইবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ: গ্রেফতার ৪

ভয়েস টিভি/এসএফ

You may also like