Home জাতীয় বৃহস্পতিবার খুলবে চিড়িয়াখানা

বৃহস্পতিবার খুলবে চিড়িয়াখানা

by Newsroom
করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ গত ১০ আগস্ট তুলে নেয়া হয়। এরপর থেকেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। খোলা নেই বিনোদন কেন্দ্রগুলো। তারপরেও রাজধানীর হাতিরঝিল, সংসদ ভবনসহ উন্মুক্ত স্থানে দেখা গেছে জনসমাগম। ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। এমতাবস্থায় জাতীয় চিড়িয়াখানা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে সীমিত রাখা হবে দর্শনার্থীর সংখ্যা।
সংশ্লিষ্টরা জানান, করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০২০ সালে প্রথম চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়। আট মাস বন্ধ থাকার পর সেটি পহেলা নভেম্বরে খুলে দেওয়া হয়। এরপর চলতি বছর আবারও করোনার প্রকোপ বাড়লে ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯ আগস্ট চিড়িয়াখানা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান, ১৯ তারিখ সব বিনোদন কেন্দ্রের পাশাপাশি চিড়িয়াখানা খুলে দেয়ার চিন্তা-ভাবনা আছে। চিড়িয়াখানা খুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, করোনার কথা চিন্তা করে দর্শনার্থীর সংখ্যা সীমিত করা হবে। তাদের মাস্ক পরা নিশ্চিত করা হবে। এছাড়াও জ্বর মেপে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে চিড়িয়াখানায় প্রবেশ করানো হবে।
ডা. আব্দুল লতিফ জানান, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকায় প্রাণীগুলো নিজস্ব পরিবেশ ফিরে পেয়েছে। প্রজননও ভালো হয়েছে। এছাড়াও প্রাণীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ভয়েস টিভি/ এএন

You may also like