Home বিশ্ব ১৯ তলা ভবন থেকে পড়েও বেঁচে রইলেন বৃদ্ধা

১৯ তলা ভবন থেকে পড়েও বেঁচে রইলেন বৃদ্ধা

by Mesbah Mukul

‘রাখে আল্লাহ, মারে কে?’ কথাটির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলেন ৮২ বছরের এক বৃদ্ধা। ১৯ তলা ভবন থেকে পড়েও বেঁচে রইলেন তিনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংঝুতে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধা ১৯ তলা থেকে পড়ে ফেলেও সৌভাগ্যক্রমে মাটিতে না পড়ে বারান্দার রেলিংয়েই আটকে ছিলেন। আটকে উল্টো হয়ে ঝুলে ছিলেন তিনি। এভাবে তার ঝুলে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।

বারান্দায় কাপড় মেলতে গিয়ে ওই বৃদ্ধা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। ১৯ তলা থেকে পড়ে যাওয়ার পর ১৮ তলার বারান্দার রেলিংয়ে লাগানো র‍্যাকে আটকে যায় তার পা। তখন তার মাথা, বাহু আর শরীরের উপরের অংশ ১৭ তলায় ঝুলতে থাকে।

পরে উদ্ধারকর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকারীদের একটি দল ১৮ তলায় তার পায়ের কাছে অবস্থান করছিলেন। আরেক দল ১৭ তলায় তার শরীরে দড়ি বেঁধে তাকে নিরাপদে নামিয়ে আনেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ওই বৃদ্ধা ভয় পেলেও গুরুতর কোনো আঘাত পাননি।

আরও পড়ুন : কেরানীগঞ্জে তিন তলা ভবন ধস

ভয়েসটিভি/এমএম

You may also like