Home বিশ্ব বেআইনি হত্যার দায়ে অস্ট্রেলিয়ার ১৩ সেনা বরখস্ত

বেআইনি হত্যার দায়ে অস্ট্রেলিয়ার ১৩ সেনা বরখস্ত

by Newsroom

 

আফগানিস্তানে বেআইনি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে বিশেষ বাহিনীর ১৩ সদস্যকে চাকরি থেকে বরখস্ত করছে অস্ট্রেলিয়া। ২৭ নভেম্বর শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দেশটির সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রিক বার জানিয়েছেন, ইতোমধ্যে এসব সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্যে নোটিশ দেয়া হয়েছে। আপিলে সাফল্য না পেলে এই নোটিশ পাওয়ার দুই সপ্তাহের মধ্যে চাকরি হারাবে তারা।

তবে তিনি এসব সদস্যদের পরিচয় জানান নি। তিনি বলেন,  সম্ভাব্য যুদ্ধাপরাধ অভিযোগের মুখে পড়তে যাওয়া সেনাদের কেউই এই নোটিশ পাননি।

আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগের মুখে তদন্ত শুরু করতে বাধ্য হয় ক্যানবেরা। বছর ব্যাপী তদন্তের পর গত ১৯ নভেম্বর প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়, আফগানিস্তানে দায়িত্ব পালনকালে অবৈধভাবে দেশটির ৩৯ জন বেসামরিক নাগরিককে হত্যায় দায়ী অস্ট্রেলিয়ার সেনারা। এরা সবাই বিশেষ বাহিনীর সদস্য। বাহিনীটির ১৯ জনের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরুর সুপারিশ করার কথা বলা হয় প্রতিবেদনে।

এসব সদস্যদের বিরুদ্ধে ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে আফগানিস্তানে বিভিন্ন খুন ও নিষ্ঠুর কর্মকাণ্ডসহ অন্তত ৩৬টি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে বলে জানান দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল আঙ্গুস ক্যাম্পবেল।

লেফটেন্যান্ট জেনারেল রিক বার বলেন, ‘আমরা এই তদন্ত থেকে শিক্ষা নিতে এবং এর থেকে আরও বেশি শক্তিশালী, দক্ষ এবং কার্যকর সেনাবাহিনী হিসেবে আবির্ভূত হতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত সপ্তাহের ওই প্রতিবেদন প্রকাশের পর আফগানিস্তানের কাছে ক্ষমা প্রার্থনা করেন অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তা। ওই প্রতিবেদনে আক্রান্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি সেনাবাহিনীতে একগুচ্ছ সংস্কার আনার সুপারিশ করা হয়।

আরও পড়ুন ; অস্ট্রেলিয়া সম্পর্কে চমকে ওঠার মত কিছু তথ্য

২০০১ সালে নাইন ইলেভেন হামলার পর আফগানিস্তানে মার্কিন জোটের অংশ হিসেবে সেনা মোতায়েন করে অস্ট্রেলিয়া। দেশটির যুদ্ধ করা সেনা সদস্যরা ২০১৩ সালে আফগানিস্তান ছেড়ে যায়। তবে প্রশিক্ষণ এবং সহায়কের ভূমিকা এখনও দেশটিতে অবস্থান করছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী।

ভয়েস টিভি/এমএইচ

You may also like