Home সারাদেশ বেতনা নদী থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

বেতনা নদী থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

by Amir Shohel

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা এলাকায় বেতনা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ স্লুইজ গেট সংলগ্ন বেতনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পরশ কুমার বিট (৬০) যশোর জেলার মনিরামপুর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের মৃত রশিক কুমার বিটের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারান চন্দ্র পাল জানান, স্থানীয়দের দেয়া তথ্যে মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, পরশ মানসিক ভারসম্যহীন ছিলেন। ভিক্ষা করে বেড়াতেন।

ধারণা করছি, রাতের কোন এক সময়ে নদীতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

ভয়েসটিভি/এএস

You may also like