Home বিনোদন বেবি বাম্প নিয়ে জিম ও নাচ করে আলোচনায় বলিউড তারকা

বেবি বাম্প নিয়ে জিম ও নাচ করে আলোচনায় বলিউড তারকা

by Shohag Ferdaus
নাচ

মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় প্লে-ব্যাক গায়িকা নীতি মোহন। বেবি বাম্প নিয়ে ব্যায়াম এবং স্বামীর সঙ্গে নাচ-গানের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন নীতি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্প নিয়ে কয়েকটি ছবি ও কিছু ভিডিও পোস্ট করেছেন এ শিল্পী। আর তারপরেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

একটি ভিডিওতে জিম সেশনের মুহূর্ত শেয়ার করেছেন গায়িকা। বিবরণে তিনি লিখেছেন, ‘হবু মা একেবারে ফুল ফর্মে (আমি বলছি একেবারে গোল)।’ নীতির বোন ও জনপ্রিয় নৃত্যশিল্পী শক্তি মোহন সেখানে লিখেছেন, ‘ফিট মম্মা’। সেশনের ভিডিওতে দেখা যাচ্ছে বেবি-বাম্প নিয়েই কোনও রকম ছাড় দিচ্ছে না গায়িকা। নিজেকে ফিট রাখতে সব কিছুই করছেন তিনি।

নীতি মোহন ও নীহার পান্ডিয়া ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জুটি বাঁধেন। খুব শিগগিরই আসতে যাচ্ছে তাদের প্রথম সন্তান। গর্ভকালে শুধু ব্যায়ামের ভিডিও নয়, নীহারের সঙ্গে নাচের ভিডিও শেয়ার করেছেন নীতি। মূলত নীহারের জন্মদিনে তার ইচ্ছাতেই তার প্রিয় গানের সঙ্গে দু’জনে মন মাতিয়ে নাচেন। আর তাতে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

ভয়েস টিভি/এসএফ

You may also like