Home জাতীয় শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

by Imtiaz Ahmed
করোনা

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর সংখ্যা বাড়লেও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে।

১৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদফতর কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে।

গত একদিনে আরও ২৯১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জন হয়েছে।

গত এক দিনে মারা গেছে ১৩ জন। এনিয়ে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ২৬৬ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এনিয়ে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন হয়েছে।

আরও পড়ুন: ৭৪ এমপি মোকাবেলা করেছেন করোনা

ভয়েস টিভি/এসএফ

You may also like