Home খেলার খবর প্রথম দিন শেষে সমানে সমান দুই দল

প্রথম দিন শেষে সমানে সমান দুই দল

by Imtiaz Ahmed

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল মাঠে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। চতুর্থ ওভারেই শরিফুল ইসলামের শিকার হন টম ল্যাথাম ।

১৪ বলে ১ রান করে কিউই অধিনায়ক টম ল্যাথাম সাজঘরের পথ ধরেন।

১ রানেই ১ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।

মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি কিউইরা ।

২৭ ওভারে ৬৬ রানে ১ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান ডেভন কনওয়ে ও উইল ইয়ং।

রানআউটে চা বিরতির ঠিক আগেই কনওয়ে ও ইয়ংয়ের ১৩৮ রানের জুটি ভাঙে। মেহেদী হাসান মিরাজের ওভারে ইয়ংকে রানআউট করেন নাজমুল হোসেন শান্ত।

১৩৫ বলে ৫২ রান করেন ইয়ং। তার ব্যাট থেকে আসে ৬টি বাউন্ডারি।

শরিফুল শিকার করেন অভিজ্ঞ ব্যাটার রস টেলরকে। সাদমান ইসলামের তালুবন্দী হওয়ার আগে টেলর করেন ৩১ রান, খেলেন ৬৪টি বল।

ভেঙে যায় কনওয়ে ও টেলরের ৫০ রানের জুটি।

কনওয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক। তাকে থামান অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের বলে উইকেটরক্ষক লিটনের তালুবন্দী হন ডেভন কনওয়ে।

২২৭টি বল খেলে তার ব্যাট থেকে আসে ১২২ রান। এই ইনিংসটি খেলতে কনওয়ে ১৬টি চার ও একটি ছক্কা হাঁকান।

পঞ্চম উইকেটে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল যোগ করেন ৩১ রান। এবাদত হোসেনের বলে ব্লান্ডেল বোল্ড হলে দিনের খেলার ইতি টানা হয়।

৮৭.৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান।

বাংলাদেশের পক্ষে শরিফুল দুইটি এবং এবাদত ও মুমিনুল নিয়েছেন একটি করে উইকেট।

You may also like