Home ধর্ম বৈঠক শেষে পড়ার দোয়া

বৈঠক শেষে পড়ার দোয়া

by Amir Shohel

উচ্চারণ : সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা-ইলাহা ইল্লা আনতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।

অর্থ : হে আল্লাহ! তুমি পবিত্র এবং সমস্ত প্রশংসা তোমার জন্য। আমি সাক্ষ্য দিই যে তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করি।

উপকার : আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মজলিসে (বৈঠকে) বসে অপ্রয়োজনীয় কথা বলে ফেলেছে, সে উক্ত মসলিস থেকে উঠে যাওয়ার আগে এই দোয়া পড়লে উক্ত মজলিসে তার যে অপরাধ হয়েছিল তা ক্ষমা করে দেওয়া হবে। (তিরমিজি, হাদিস : ৩৪৩৩)

You may also like