Home অর্থনীতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন রেকর্ড ৩৪ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন রেকর্ড ৩৪ বিলিয়ন ডলার

by Newsroom

ভয়েস রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ২৩ বিলিয়ন ডলারের সর্বোচ্চ রেকর্ড গড়লো। বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানায়।

রপ্তানি আয় কমার পরও গেলো মে মাসে ১৫০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। যা গত এপ্রিল মাসের চেয়ে ৪১ কোটি ৬৬ লাখ ডলার বেশি। এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার উচ্চতায় উঠে ২০১৭ সালের ২১ জুন। সেদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ হাজার ৩০১ কোটি ডলার। এরপর ২০১৭ সালের ৩১ অক্টোবর, ২ নভেম্বর ও ২৮ ডিসেম্বর ৩৩ বিলিয়ন ডলার হয়।

জানা গেছে, আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদের শেষ দিকে বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ১ বিলিয়ন ডলারের কাছাকাছি নেমে আসে। এরপর বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার যখন দায়িত্ব নেয়, তখন রিজার্ভ ছিল ১ বিলিয়ন ডলারের সামান্য বেশি।

You may also like