Home প্রবাসী বৈরুতে বাংলাদেশিরা মারামারি করায় করোনা পরীক্ষা বন্ধ

বৈরুতে বাংলাদেশিরা মারামারি করায় করোনা পরীক্ষা বন্ধ

by Newsroom
বৈরুতে বাংলাদেশিরা

ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতে প্রবাসী বাংলাদেশিরা মারামারি করায় করোনা পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে দেশে আসার জন্য নিজ নিজ দায়িত্বে করোনা পরীক্ষা কারার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

১৪ আগস্ট শুক্রবার বৈরুতের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, স্বেচ্ছায় দেশে যেতে যাদের করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তাদের মধ্যে কেউ কেউ ল্যাবরেটরির সামনে মারামারি ও উচ্ছৃঙ্খল আচরণ করেছেন। এর কারণে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিয়েছেন। তাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ পরীক্ষা বন্ধ করার জন্য বলা হয়েছে।

দূতাবাস থেকে আরও জানানো হয়, এ ধরনের আচরণের কারণে অবৈধ ও কাগজপত্র ছাড়া লেবাননে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের নিজ দেশে পাঠানো কঠিন হয়ে পড়বে। এছাড়া পরবর্তী ফ্লাইটের জন্য যাত্রীদের নিজ দায়িত্বে করোনা পরীক্ষা করতে হবে।

ভয়েস টিভি/ নিজস্ব প্রতিবেদক/ টিআ

You may also like