Home বিশ্ব বৈরুত বন্দরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড

বৈরুত বন্দরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড

by Newsroom
বৈরুত বন্দরে

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ৩৭ দিনের মাথায় আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বৈরুত বন্দরে তেল এবং টায়ারের একটি গুদামে এই আগুন লাগে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সেনাবাহিনী।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, বৈরুত বন্দরে তেল এবং টায়ারের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছে বৈরুতবাসী।

তবে বিস্ফোরণের আশঙ্কা নেই বলে জানিয়ছেন দেশটির রেডক্রসের প্রধান।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বন্দরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি।

এর আগে গত ৪ আগস্ট বৈরুতের রাসায়নিক গুদামে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে ঘটনায় ১৯১ জন মারা যায়। ওই ঘটনায় আহত হয় ৬ হাজার। সেই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিলো ১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার।

বিস্ফোরণের ধাক্কায় টালমাটাল বৈরুতে নতুন করে সবকিছু শুরু করার চেষ্টা চলছে। এর মাঝে বৃহস্পতিবারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভয়েস টিভি/টিআর

You may also like