Home বিনোদন জনপ্রিয় মার্কিন অভিনেতা বোজম্যান আর নেই

জনপ্রিয় মার্কিন অভিনেতা বোজম্যান আর নেই

by Newsroom
বোজম্যান

ব্ল্যাক প্যানথার খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান আর নেই। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে স্থানীয় সময় গতকাল শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতেই মৃত্যু হয় তাঁর।
আজ শনিবার সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

বিবিসি জানিয়েছে, কোলন ক্যানসারের চিকিৎসা নিলেও নিজের অসুস্থতার কথা জনসমক্ষে প্রকাশ করেননি বোজম্যান। অবশেষে শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতেই মাত্র ৪৩ বছর বয়সে মারা জান ‘ব্ল্যাক প্যানথার’-খ্যাত জনপ্রিয় মার্কিন এই অভিনেতা। মৃত্যুর শেষ মুহূর্তে স্ত্রীসহ পরিবারকে পাশে পেয়েছিলেন বোজম্যান।

বিবিসির খবরে প্রকাশিত এক বিবৃতিতে বোজম্যানের পরিবার জানিয়েছে, ৪ বছর আগে বোজম্যানের শরীরে কোলন ক্যানসার ধরা পড়ে। একজন সত্যিকারের যোদ্ধার মতো এতকিছুর মধ্যেও অনেক সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান।

অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান। তবে বোজম্যান ব্ল্যাক প্যান্থার মুভির জন্যই বেশি পরিচিত। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ওই সুপারহিরো ভিত্তিক চলচ্চিত্রে ব্ল্যাক প্যান্থার এর ভূমিকায় অভিনয় করেছিলেন চ্যাডউইক বোজম্যান।

ব্ল্যাক প্যান্থার ছাড়াও আরও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান। এসবের মধ্যে রয়েছে ডা ফাইভ ব্লাডস, ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার অ্যাভেঞ্জার্স: ইন্ডগেম, ম্যাসেজ ফ্রম কিং, গডস অব ইজিপ্ট, কিং হোল ইত্যাদি।

ভয়েস টিভি/টিআর

You may also like