Home বিশ্ব যুক্তরাষ্ট্রে ভয়াবহ বোমা বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বোমা বিস্ফোরণ

by Newsroom

বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত তিনজন আহত ও বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে  সম্প্রচার মাধ্যম সিএনএন এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, বড় ধরনের ওই বোমা বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।

মেট্রা নাশভিলের পুলিশ প্রধান জন ড্রাকে জানিয়েছেন স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে নাশভিলের ১৬৬, দ্বিতীয় এভিনিউতে একটি আরভি (প্রমোদ বাস) পার্ক করা অবস্থায় দেখতে পায়। সেখান থেকে একটি রেকর্ডকৃত বার্তা বাজতে থাকে। সেখানে বলা হয় পরবর্তী ১৫ মিনিটের মধ্যে এখানে একটি বোমা বিস্ফোরিত হবে। এটি শোনা ও দেখার সঙ্গে সঙ্গে পুলিশ আশ-পাশের আবাসিক ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করে।

সকাল ৬টা ৩০ মিনিটের মাথায় পার্ক করে রাখা আরভিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে রাস্তা ও আশ-পাশের বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়। চারদিকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মনে হচ্ছিল আশ-পাশের সবকিছুই যেন জ্বলছে। দ্রুত স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কারণে হতাহতের সংখ্যা কমানো গেছে।

বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা ছিটকে পড়েন। অন্যজন বিস্ফোরণের পর থেকে কানে শুনতে পাচ্ছেন না। তবে কোনো পুলিশ কর্মকর্তাই গুরুতর আহত হননি। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করছে নাশভিলে পুলিশ, এফবিআই ও এটিএফ।

ড্রাকার বলেছেন, আমরা বিশ্বাস করি এটি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কাজ। এই বিস্ফোরণে আশ-পাশের স্থাপনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে উত্তর দ্বিতীয় এভিনিউয়ের।

ভয়েস টিভি/এমএইচ

You may also like