Home সারাদেশ বোরো চাল সংগ্রহে ধীর গতি

বোরো চাল সংগ্রহে ধীর গতি

by Amir Shohel

নীলফামারী : বাজার দরের সঙ্গে সরকারি দামের তারতম্যের ফলে নীলফামারীতে শতভাগ বোরো চাল সংগ্রহ অভিযান অনিশ্চিত হয়ে পড়েছে। এতে মিল মালিকরা পড়েছে লোকসানের মুখে। গেল ৪ মাসে চুক্তিবদ্ধ ১৯টি অটো রাইচ মিল আর ৫৫০টি হাসকিং মিল সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে খাদ্য গুদামে সরবরাহ করেছে মাত্র ৭ হাজার ৫৭৮ মেট্রিক টন চাল। যা লক্ষ্যমাত্রার শতকরা ৪০ শতাংশ মাত্র।

জানা গেছে, নীলফামারীতে চলতি বোরো মৌসুমে ১৯ হাজার ৬১২ মেট্রিক টন চাল সংগ্রহ করতে জেলা খাদ্য বিভাগ ৫৬৯টি মিলের সঙ্গে চুক্তি করে। গত ৭ মে থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ৪০ শতাংশ। বাজারে ৯৫০ থেকে ৯৭০ টাকা মন দরে বিক্রি হচ্ছে বোরো ধান। এ ধান থেকে চাল উৎপাদনে প্রতি কেজির দাম দাড়ায় ৪০ থেকে ৪২ টাকা।

সরকার নির্ধারিত দামের থেকে প্রতি কেজিতে ৪ টাকা থেকে ৬ টাকা ব্যয় বেশি হওয়ায় মিল মালিকরা পড়েছে লোকসানের মুখে। এতে এ বোরো মৌসুমে মিল মালিকদের ক্ষতির পরিমাণ দাড়াবে আনুমানিক ১০ কোটি টাকা। এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারের কাছে বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে মিল মালিকরা।

শতভাগ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে সন্দেহ নীলফামারী জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূইয়া বলেন, এরপরেও মিলারদের লাভ ক্ষতির হিসেব না করেই নির্ধারিত সময়ের মধ্যেই চাল সরবরাহের আহ্বান তার। ৩১ আগষ্ট এর মধ্যে মিল মালিকরা শতভাগ চাল সরবরাহ করবেন এমন প্রত্যাশার কথাও জানান।

ভয়েসটিভি/এএস

You may also like