গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে লিটন শেখ (২৮) নামের এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়েছে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষরা। এসময় হামলাকারীরা তার পরিবারসহ হত্যার হুমকি দেয়।
১ ফেব্রুয়ারি উপজেলার পার ঝনঝনিয়া গ্রামের হাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।
লিটন শেখ অভিযোগ করে বলেন, জমি নিয়ে আমাদের বংশের জাহাঙ্গীর শেখ, ইউসুফ শেখ, নুর আলম শেখ, সবুজ শেখসহ ১২-১৪ জনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আমার বাবার ক্রয়কৃত সম্পত্তি অবৈধভাবে দখলে করেছে তারা। ২০১৮ সালে দখল মুক্ত করতে আদালতে দুটি মামলা করি। এরপর থেকে তারা ক্ষীপ্ত হয়ে আমাদের পরিবারের সদস্যদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছিল।
গত ২৯ জানুয়ারি বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে এবং তারা মামলা তুলে না নিলে আমাদের হত্যার হুমকি দেয়। অন্যদিকে আমাদের উপর হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি। আমাদের ফাঁসাতে হামলাকারীদের কয়েকজন হাসপাতালেও ভর্তি হয়েছে।
ওই বাজারে চা ব্যবসায়ী লুৎফর রহমান জানান, এ ঘটনার সময় ইউসুফ শেখ, নুর আলম শেখসহ বেশ কয়েকজন লিটনকে মারপিট করে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এএসএম নাসিম জানান, সাধারণ ডায়রির বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভয়েস টিভি/এমএইচ