Home সারাদেশ পাবনায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

পাবনায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

by Shohag Ferdaus
দুর্ঘটনায়

পাবনার ঈশ্বরদী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর শনিবার রাতে শহরের আলহাজ্ব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ব্যবসায়ীর নাম এ টি এম ফিরোজ আলম মুকুল (৬০)। তিনি রেলগেট কদমতলা এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফিরোজ আলম মুকুল পেশায় একজন ব্যবসায়ী। শখ করে সম্প্রতি তিনি একটি ব্যাটারিচালিত অটোকার কেনেন। শনিবার রাতে তিনি অটোকারটি মেরামতের জন্য শহরের আলহাজ্ব মোড়ে একটি ওয়ার্কশপে যান। গাড়ি থেকে নেমে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে জ্ঞান হারান।

তার মাথায় আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই শফিউল আজম সোহেল জানান, বিষয়টি ঈশ্বরদী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মরদেহ নিয়ে আসার পর প্রশাসনের অনুমতি নিয়ে দাফন সম্পন্ন করা হবে।

আরও পড়ুন: একজন বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না : তথ্য প্রতিমন্ত্রী

ভয়েস টিভি/এসএফ

You may also like