Home অর্থনীতি ‘চিলাহাটি-হলদীবাড়ি রেলপথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে’

‘চিলাহাটি-হলদীবাড়ি রেলপথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে’

by Newsroom
ব্যবসা

বাণিজ্য মন্ত্রী টিপু মুনসি বলেছেন, চিলাহাটি-হলদীবাড়ি রেলপথ আবারও চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। আমাদের মুল লক্ষ্য বাণিজ্য।

১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চিলাহাটিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, জেলা পরিষদের সচিব জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ ৫৫ বছর পর এই পথটি চালু হচ্ছে। আশা ভরসা অনেক আমাদের। আমদানি-রফতানি শুরু হবে। বিশেষ করে রংপুর অঞ্চল উপকৃত হবে।
২৬ মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে আমাদের জন্যে মাইলস্টোন হিসেবে থাকবে।

আরও পড়ুন : সুজানগরে ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দাবি

ভয়েস টিভি/এমএইচ

You may also like