Home অর্থনীতি শেয়ারবাজারে ওষুধ-ব্যাংক খাতের দাপট

শেয়ারবাজারে ওষুধ-ব্যাংক খাতের দাপট

by Shohag Ferdaus
ব্যাংক-খাতের

দু’দিনের বিরতি দিয়ে গতকাল আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। গতকাল পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের পাশাপাশি বাড়তে দেখা গেছে ১৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট এবং শেয়ারদর। লেনদেনে সবচেয়ে বেশি দাপট দেখা গেছে ওষুধ ও রসায়ন এবং ব্যাংক খাতের।

বাজার পর্যালোচনা করলে দেখা যায়, গতকাল মোট লেনদেনের ৪৩ শতাংশই ছিল ব্যাংক এবং ওষুধ ও রসায়ন খাতের। এদিন লেনদেনের শুরু থেকেই বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এ দুই খাতের শেয়ার। এদিন লেনদেনে সবার শীর্ষে ওঠে আসে ওষুধ ও রসায়ন খাত। মোট লেনদেনে এ খাতের অবদান দেখতে পাওয়া যায় ২৮ শতাংশ।

এদিকে ওষুধ ও রসায়ন খাতের পর লেনদেনে দাপট দেখা যায় ব্যাংক খাতের। তুলনামূলকভাবে এ খাতের শেয়ারদর কম হওয়ায় খাতটিতে ঝুঁকে পড়েন বিনিয়োগকারীরা। দিন শেষে মোট লেনদেনে এ খাতের অবদান দেখতে পাওয়া যায় ১৫ শতাংশ।

এদিকে দীর্ঘদিন পরে গতকাল বিবিধ খাতের কোম্পানিগুলোর সন্তোষজনক লেনদেন দেখতে পাওয়া যায়। অনেক দিন পর বিনিয়োগকারীরা আগ্রহ নিয়ে এ খাতের শেয়ার ক্রয় করেন। দিন শেষে মোট লেনদেনে এ খাতের অবদান দেখতে পাওয়া যায় প্রায় ১০ শতাংশ।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like