Home সারাদেশ চুয়াডাঙ্গায় ব্যাংক ডাকাতি; নিরস্ত্র আনসার, ছিলো না সিসি ক্যামেরা

চুয়াডাঙ্গায় ব্যাংক ডাকাতি; নিরস্ত্র আনসার, ছিলো না সিসি ক্যামেরা

by Newsroom

চুয়াডাঙ্গা জীবননগর দিনেদুপুরে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ১৬ নভেম্বর সোমবার সকালে উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি দায়ের করেন।

ব্যাংকটির একাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, সোনালী ব্যাংকের গুরুত্বপূর্ণ উথলী বাজার শাখায় কোনো সিসি ক্যামেরা নেই। এছাড়া ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা ২ জন নিরাপত্তা প্রহরীর হাতে একটি লাঠি পর্যন্ত ছিল না।

নাম প্রকাশ না করার শর্তে উথলী বাজারের এক দোকানি বলেন, ব্যাংক চলাকালীন অধিকাংশ সময় নিরাপত্তা প্রহরীরা চায়ের দোকানে আড্ডা দিয়ে থাকেন। ব্যাংকে নিরাপত্তার চরম ঘাটতি আছে।

এদিকে ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হতে চললেও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। তবে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উথলী বাজারে সোনালী ব্যাংক শাখায় ডাকাতির ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছিলো পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানায়, তিন দুস্কৃতিকারী হেলমেট, মাস্ক ও পিপিই পরিধান করে অন্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে। ব্যাংটির শাখায় কোন সিসি ক্যামেরা না থাকায় দৃর্বৃত্তদের চিহ্নিত করতে সময়ক্ষেপণ হচ্ছে। তবে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করার আশ্বাস তার। ব্যাংটির শাখা একটি খেলনা পিস্তলের অংশ জব্দ করা হয়েছে।

এদিকে ডাকাতি ঘটনার খবর পেয়ে রোববার রাত ৮টার দিকে খুলনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি ক্রাইম) মো. নাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

১৫ নভেম্বর রোববার দুপুর সোয়া ১টায় চুয়াডাঙ্গার উথলী শাখায় তিনজন ডাকাত সদস্য প্রহরী ও ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে সাড়ে আট লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like