Home খেলার খবর কলকাতার ছোট সংগ্রহে ব্যাঙ্গালুরুর বড় জয়

কলকাতার ছোট সংগ্রহে ব্যাঙ্গালুরুর বড় জয়

by Shohag Ferdaus
কলকাতার

৮৫ রানের ছোট লক্ষ্য। জবাব দিতে নেমে মোটেই বেগ পেতে হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুরকে। ব্যাটসম্যানদের দৃঢ়তায় কলকাতা নাইট রাইডার্সকে হেসেখেলে হারিয়েছে বিরাট কোহলির দল।

আবুধাবিতে ২১ অক্টোবর বুধবার আইপিএলের ৩৯তম ম্যাচে কলকাতাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্যাঙ্গালুরু। বল হাতে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ।

এই জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেঙ্গালুরু। শীর্ষে থাকা দিল্লির মতো কোহলিদের পয়েন্টও সমান, ১৪। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১০ পয়েন্ট নিয়ে চারে আছে কলকাতা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮৪ রান সংগ্রহ করে কলকাতা। পুরো ইনিংসেই ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। আট ব্যাটসম্যানদের মধ্যে শুধু এউইন মরগান ৩০ রান করেছেন। বাকিরা কেউ ২০-এর ঘরই পার করতে পারেননি। বাকিদের রান যথাক্রমে ১, ১, ০, ১০, ৪, ৪, ১২, ১৯ ও ৩।

বেঙ্গালুরুর হয়ে বল হাতে আলো ছড়ান সিরাজ। ৪ ওভারে মাত্র ৮ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই পেসার। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল পান ২ উইকেট।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৬ রান করেন পাডিক্কেল আর অ্যারন ফিঞ্চ। লাকি ফার্গুসনের করা ইনিংসের সপ্তম ওভারে তিন বলের ব্যবধানে এ দুই ওপেনারকে হারায় বেঙ্গালুরু। ২১ বলে ১৭ করেন ফিঞ্চ। আর ১৭ বলে ২৫ রান করেন পাডিক্কাল।

তবুও সমস্যা হয়নি বেঙ্গালুরুর। পরের জুটি কোহলি ও গুরকিরাতের ব্যাটে ৩৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় বেঙ্গালুরু। গুরকিরাত ২৬ বলে ২১ রান করেন। আর কোহলির ব্যাট থেকে আসে ১৭ বলে ১৮ রান।

ভয়েস টিভি/এসএফ

You may also like