Home জাতীয় কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

কেরানীগঞ্জে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

by Newsroom
বাঘায়

কেরানীগঞ্জের কালিঞ্জী এলাকায় ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে  দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আরও পাঁচজন আহত হন। ১৬ জানুয়ারি শনিবার রাত ১১টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত কিশোরে সাঞ্জু মিয়া (১৫)। সে একই এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে নাঈম (১৪) ও আলভি (১৬) নামে দুই কিশোরকে আশংকাজনক অবস্থায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা একই এলাকার রুবেল(১৫) ও রবি (১৬)।

মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান, রাত ১১টার দিকে কেরানীগঞ্জের কালিঞ্জী এলাকায় ব্যাডমিন্টন খেলা কেন্দ্র করে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাঞ্জু মিয়াসহ ছয়জন।

তাদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক সাঞ্জু মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like