Home খেলার খবর ব্রাজিলের গোল উৎসবে বলিভিয়ার পরাজয়

ব্রাজিলের গোল উৎসবে বলিভিয়ার পরাজয়

by Newsroom

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে পরাজিত হয় বলিভিয়া। বাংলাদেশ সময় ১০ অক্টোবর শনিবার সকালে কাতার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে সাও পাওলোয় ৫-০ গোলে জেতে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। বড় ব্যবধানের জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ব্রাজিল।

ম্যাচের ১৬তম মিনিটেই দানিলোর সহায়তায় ব্রাজিলকে এগিয়ে দেন মারকুইনহোস। এরপর ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো ফিরমিনো। তাকে বল এগিয়ে দেন রেনান লোদি। ম্যাচের ৪৯তম মিনিটে মঞ্চে আবির্ভাব হয় চোট থেকে ফিরে আসা নেইমারের। তবে গোলদাতা হিসেবে নয়; তার সহায়তায় বলিভিয়ার জালে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রবার্তো ফিরমিনো।

এরপর ৫৪তম মিনিটে হলুদ কার্ড দেখেন থিয়াগো সিলভা। এতে অবশ্য ব্রাজিলের খেলার ধার কমেনি। ৬৬তম মিনিটে প্রতিপক্ষের ভুলে আবারও এগিয়ে যায় ব্রাজিল। আত্মঘাতী গোল করে বসেন বলিভিয়ার কারাসকো। ব্যবধান হয়ে যায় ৪-০। ৭৩তম মিনিটে মঞ্চে আবির্ভাব ফিলিপে কুতিনহোর। দুর্দান্ত ফর্মে থাকা এই বার্সা তারকাকে বল এগিয়ে দেন নেইমার। সেই বল জালে জড়াতে ভুল করেননি কুতিনহো।

পুরো ম্যাচজুড়ে মাঠ সেলেকাওদের দখলেই ছিল। বলিভিয়ার স্ট্রাইকার, মিডফিল্ডারদের উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখা যায়নি। দলটির বিপক্ষে এই নিয়ে ৩১ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের জয় হলো ২১টি। পাঁচবার জিতেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৭৫তম দলটি।

সরাসরি কাতার ২০২২ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে লাতিন আমেরিকার মাঠে ফিরেছে ফুটবল। শুক্রবার মেসির গোল দিয়েই শুরু হয় শুভ সূচনা। এদিন ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর চিলিকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। দিনের অপর ম্যাচে ড্র হয়েছে প্যারাগুয়ে-পেরুর ম্যাচ। দ্বিতীয় দিনে এসে দুর্দান্ত খেলল কিংবদন্তি পেলের দেশ ব্রাজিল। প্রতিপক্ষ বলিভিয়া পাত্তাই পেল না সেলেকাওদের কাছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like