Home বিশ্ব করোনায় ব্রাজিলে দেড় লাখেরও বেশি মৃত্যু

করোনায় ব্রাজিলে দেড় লাখেরও বেশি মৃত্যু

by Shohag Ferdaus
ব্রাজিলে

ব্রাজিলে করোনায় প্রাণহানির সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। একইসঙ্গে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যাও ৫১ লাখ ছুঁইছুঁই। এছাড়া দেশটিতে ৪৪ লাখেরও বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান তৃতীয় হলেও মৃত্যুর দিক দিয়ে এর অবস্থান দ্বিতীয়।

১১ অক্টোবর রোববার দুপুর দেড়টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৫০ হাজার ২৩৬ জন। আর আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৯১ হাজার ৮৪০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৭২২ জন। দেশটিতে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৪ লাখ ৮৭ হাজার ৮২২ জন। এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন ৮ হাজার ৩১৮ জন।

করোনায় আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে খুব অল্প সময়ের মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০ লাখ ৫১ খাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৭১ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৫ জন। সর্বোচ্চ মৃত্যু ভারতে ৯২১ জন, যুক্তরাষ্ট্রে ৬৩৫ এবং ব্রাজিলে ৫৪৪ জন। এছাড়া আর্জেন্টিনায় ৩৫৬, মেক্সিকো ৪১১, রাশিয়া ১৯৭, কলম্বিয়া ১৬৫, ইরানে ১৯৫ এবং সাউথ আফ্রিকায় ১২৬ জন মারা গেছেন।

ভাইরাসটিতে বিশ্বজুড়ে এ পর্যন্ত ৩ কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৮৯২ জন মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৪৯৫ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮১ লাখ ১২ হাজার ৫৫২ জন।

আরও পড়ুন: করোনা কেড়েছে সাড়ে ১০ লাখেরও বেশি প্রাণ

ভয়েস টিভি/এসএফ

You may also like