Home সারাদেশ ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিখোঁজ

ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিখোঁজ

by Shohag Ferdaus

গাইবান্ধার বাদিয়াখালি-উদিয়াখালি-কালিরবাজার সড়কের থালুয়া বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই একটি ট্রাক খালে পড়েছে। এতে ওই ট্রাকের চালক নিখোঁজ রয়েছেন।

২৪ আগস্ট সোমবার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের থালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রিজ ভেঙে পড়ায় ফুলছড়ি উপজেলার সঙ্গে কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই বেইলি ব্রিজটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ট্রাকে অতিরিক্ত সিমেন্ট নেয়ার ফলে বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। নিখোঁজ ট্রাকচালককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

ভয়েস টিভি/এসএফ

You may also like