Home সারাদেশ পটুয়াখালীতে ব্রিজ ভেঙে মাদরাসার অধ্যক্ষ নিহত

পটুয়াখালীতে ব্রিজ ভেঙে মাদরাসার অধ্যক্ষ নিহত

by Newsroom

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ ভেঙে নদীতে পড়ে মাওলানা আইয়ুব আলী (৫৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এসময় আরও পাঁচ জন আহত হয়।

১৫ জানুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মহিষকাটা বাজারের পূর্ব পাশে শ্রীমন্ত নদীর উপর মহিষকাটা-কলাগাছিয়া সংযোগ ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

নিহত আইয়ুব আলীর বাড়ি দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে। তিনি মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আসমতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ।

প্রতক্ষদর্শীরা জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। তাই কর্মকর্তারা সেটি পরিদর্শনে আসেন। সে সময় একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও ব্রিজের ওপর থাকা ২০-২৫ জন লোকসহ হঠাৎ সেটি ভেঙে পড়ে। অনেকে সাঁতরে তীরে ওঠেন।

আহত অবস্থায় পাঁচ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনার দুই ঘণ্টা পর নদী থেকে আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শওকত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে আইয়ুব আলী কলাগাছিয়া মাদ্রাসার সভাপতিকে এগিয়ে নিতে মহিসকাটা-আন্দুয়া ব্রিজের ওপর অপেক্ষা করছিলেন। ওই সময় যাত্রীবোঝাই একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ব্রিজের উপর পৌঁছালে ব্রিজটি ধসে পড়ে।

দুর্ঘটনার পর অটোরিকশা যাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করা সম্ভব হলেও আইয়ুব আলী নিখোঁজ ছিলেন। পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ভয়েস টিভি/এমএইচ

You may also like