Home সারাদেশ স্ত্রীকে হাসপাতালে রেখে ব্রীজ থেকে লাফিয়ে আত্মহত্যা

স্ত্রীকে হাসপাতালে রেখে ব্রীজ থেকে লাফিয়ে আত্মহত্যা

by Newsroom

ময়মনসিংহের নগরীর পাটগুদাম শম্ভুগঞ্জ ব্রীজ থেকে লাফিয়ে ব্রহ্মপুত্র নদে নুরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। ২০ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে ব্রীজ থেকে ব্রহ্মপুত্র নদে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত নুরুল ইসলাম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগর সুয়াইল গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মিয়া বলেন, নুরুল ইসলাম সকালের দিকে আত্মহত্যা করলে স্থানীয়রা থানায় পুলিশকে খবর দেয়। পরে ফায়ারসার্ভিস কর্মীদের খবর দিলে তারা এসে দুপুরের দিকে লাশ উদ্ধার করে। পুলিশ লাশটি ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন- রেল স্টেশনে থুতু ফেললেই ৫০০ টাকা জরিমানা

মর্গে নেয়ার পর রহিমা নামের এক মহিলা মর্গে এসে মরদেহ শনাক্ত করে নিশ্চিত করে নিহত নুরুল ইসলাম তার স্বামী।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, নগরীর চড়পাড়ার একটি প্রাইভেট হাসপাতালে গত রাতে অপারেশন হয় রহিমার। সকালে নুরুল ইসলাম তার স্ত্রীকে নাস্তা আনার কথা বলে বের হয়। পরে আর ফিরে আসেনি। নিহত নুরুল ইসলামের আত্মীয়দের খবর দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like