Home খেলার খবর ব্রেসলেটের অর্থে ১০ শয্যার হাসপাতাল করেবেন মাশরাফি

ব্রেসলেটের অর্থে ১০ শয্যার হাসপাতাল করেবেন মাশরাফি

by Newsroom
ব্রেসলেটের অর্থে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদের ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ঘোষণা দেওয়া হয়েছে।

৪ সেপ্টেম্বর শুক্রবার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ঘোষণা দেয়া হয়।

সকালে নড়াইল শহরের মহিষখোলায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক সেন্টার ও নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়, মাশরাফি বিন মতুর্জার ব্যবহৃত ব্রেসলেট নিলামের ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনাভাইরাস প্রতিরোধে খরচ হয়েছে।

এছাড়া ব্রেসলেট নিলামের বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েক ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে। এ হাসপাতালে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্পখরচে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে বলে জানানো হয়।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর দেশের জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক, আধুনিক ও পরিচ্ছন্ন নড়াইলের স্বপ্নদ্রষ্টা মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like