Home সারাদেশ দেবর-ভাবির বিবাদ মেটাতে গিয়ে বড় ভাই খুন

দেবর-ভাবির বিবাদ মেটাতে গিয়ে বড় ভাই খুন

by Shohag Ferdaus
বড় ভাই খুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের হাতে কাইয়ুম আলী (৫৫) নামে বড় ভাই নিহত হয়েছেন।

১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া মোজাফ্ফরের মিল এলাকার নিজ বাড়ি থেকে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু বাচ্চাকে কোলে নেয়া নিয়ে কাইয়ুমের স্ত্রী জমিরনের সঙ্গে মঙ্গলবার দুপুরে ঝগড়া হয় ছোট ভাই সফিয়ার রহমান সফির। একপর্যায়ে দেবর ভাবির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে ছোট ভাই সফির হাতে মারপিটের শিকার হন বড় ভাই কাইয়ুম আলী। এতে গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা কাইয়ুমকে মৃত্যু ঘোষণা করেন। পরে নিহতের পরিবার মরদেহ নিয়ে বাড়িতে চলে যায়।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ বিকেলে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে ছোট ভাই সফিয়ার রহমান সফি পলাতক রয়েছেন।

আরও পড়ুন: তুচ্ছ ঘটনায় সিএনজি চালককে পিটিয়ে হত্যা (ভিডিও)

ভয়েস টিভি/এসএফ

You may also like