লিগ ওয়ানে এক ম্যাচে পিএসজি তারকা নেইমার ও মার্সেইয়ের খেলোয়াড় আলভারো গঞ্জালেস পরস্পরের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বড় সাজা থেকে বেঁচে গেলেন দুই ফুটবল তারকা।
এলএফপি-র ডিসিপ্লিনারি কমিশন বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, নেইমার বা গঞ্জালেস কারও বিরুদ্ধেই উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। আর তাই দুজনকেই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
অভিযোগ সত্য প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ ম্যাচ করে নিষিধাজ্ঞার শাস্তি হতে পারতো বলেও জানায় তদন্ত কমিটি।
গত ১৩ সেপ্টেম্বর লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে পিএসজি’র ১-০ গোলে হারা ম্যাচের শেষে দিকটায় দুই দলের খেলোয়াড়দের বাগ বিতণ্ডা ও হাতাহাতি মাত্রা ছাড়িয়ে যায়। এ ঘটনায় লাল কার্ড পেয়েছিলেন দু’দলের মোট ৫ জন ফুটবলার। লিগ ওয়ান কর্তৃপক্ষ পরে তাদের সবার বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়।
ওই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গনসালেসের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন নেইমার। অভিযোগ অস্বীকার করে উল্টো নেইমারের বিরুদ্ধে ‘বাজে’ মন্তব্যের অভিযোগ করেন গনসালেস।
পরে দু’পক্ষের পাল্টা-পাল্টি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হলেও মেলেনি কোনো প্রমাণ। তাই বড় সাজা এড়ালেন নেইমার ও গঞ্জালেস।
ভয়েস টিভি/টিআর