Home রাজনীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আ.লীগের লক্ষ্য

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আ.লীগের লক্ষ্য

by Newsroom
জাতিসংঘে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা আ.লীগের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এমন মন্তব্য করেন তিনি।

প্রায় ৮ মাস পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন,  ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আওয়ামী লীগের লক্ষ্য। এজন্য এখন থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে। কি করে নতুন প্রজন্ম দেশ পরিচালনা করবে, সেই প্রস্তুতিও চলছে।

বৈঠকের  সূচনা বক্তব্যে করোনাসহ অন্যান্য দুর্যোগের সময় আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, করোনার পরেও সরকারের পদক্ষেপে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। এই সময়েও দেশেও রেমিট্যান্স ও রিজার্ভ বেড়েছে।

লক্ষ্য ঠিক রেখে কাজ করতে দলের সদস্যদের প্রতি আহবান জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।

ভয়েস টিভি/টিআর

You may also like