Home জাতীয় আপন ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ১

আপন ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ১

by Newsroom
ভাইয়ের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর পাহাড়তলী থানাধীন পশ্চিম নাছিরাবাদ বার কোয়ার্টার এলাকায় আপন ভাইয়ের ছুরিকাঘাতে আরেক ভাই নিহত হয়েছে।

২৭ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুই ভাই দুই কাউন্সিলর প্রার্থীকে সমর্থন করতেন বলে জানা গেছে।

নিহত নিজামউদ্দীন ১২ নম্বর ওয়ার্ডের (সরাইপাড়া) আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবের আহম্মদের কর্মী। ঘাতক ভাই সালাউদ্দিন কামরুল একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আমিনের কর্মী।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাশেদুল হক জানিয়েছে, দুই ভাইয়ের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। বার কোয়ার্টার এলাকায় ছুরিকাঘাতে নিজাম উদ্দীন মুন্না নামে একজন নিহত হয়েছে।

তার ভাই সালাউদ্দীন কামরুল ছুরিকাঘাত করেছে বলে জানতে পেরেছি।  অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like