Home সারাদেশ নাটোরে ভাইয়ের হাতে ভাই খুন

নাটোরে ভাইয়ের হাতে ভাই খুন

by Shohag Ferdaus

নাটোরের লালপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইয়ের হামলায় জান আলী (৫৬) নামের আরেক ভাই নিহত হয়েছে। এই ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। ৭ মে শুক্রবার সাড়ে ১২টার দিকে উপজেলার আটটিকা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জান আলী একই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং পেশায় ভ্যানচালক। ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, মৃত মফিজ উদ্দিন মিয়ার ছেলে আনসার আলী (৫২), আনসার আলীর ছেলে মতিউর রহমান (৩০), মামুন (১৮), আশিক (১৫), আবু রায়হান (৩২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল অনেকদিন ধরেই। শুক্রবার দুপুরে দুই ভাই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জান আলী গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনায় এক গর্ভবতী নারীসহ ৭ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ৫ জনকে আটক করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, এই ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like